একটু চোখ বুলিয়ে নিন
ইস্কান্দারিয়া। মিসরের রাজধানী, মিসরের হৃৎপিণ্ড । পুরো মিসর জয় করলেও
ইস্কান্দারিয়া বিজিত না হলে মিসর যেন অধরাই থেকে যায়। রাজধানী জয় করতে
না পারলে তো পুরো অভিযানটাই অসম্পূর্ণ থেকে যায়। সেই ইস্কান্দারিয়ার দিকে
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবারের যাত্রা । সিপাহসালারের
অনুসরণে পুরো মুসলিম সৈন্যবাহিনীর রোখও সেদিকে ।
পথে বেশ কিছু দূর্ণবেষ্টিত শহর উপশহর রয়েছে। এছাড়াও আছে এবড়ো-
খেবড়ো পথের বাধা। এসব প্রাকৃতিক অপ্রাকৃতিক বাধার কারণে পথ অতিক্রম
করা বেশ দূরহ। নীলদরিয়ার উপত্যকা অঞ্চলও বলা হয় এসব এলাকাকে ।
নীলদরিয়ার শাখা অনেকগুলো । কিছু কিছু শাখার উপত্যকীয় এলাকার মাটি
বেশ নরম। কোথাও কোথাও চোরাবালিও পাওয়া যায়। কোন কোন অঞ্চল
জঙ্গলবেষ্টিত। জঙ্গলবেষ্টিত এলাকা দিয়ে ঘোড়া নিয়ে অতিক্রম করা সত্যিই
অসম্ভব ব্যাপার ।
নীলের কোন কোন শাখা এতটা চওড়া, যেগুলো অতিক্রম করতে নৌকাসেতু
বানানো জরুরী।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকার এসব দূরহ পথের
চিত্র নিয়ে আগেই চিন্তা ভাবনা করে রেখেছিলেন। এজন্য তিনি দুইজন সালার ও
কিছু দূরদর্শী মুজাহিদদেরকে কিষাণের বেশে পথের অবস্থা জানার জন্য আগেই
পাঠিয়ে দেন।
এরা পুরো এলাকা পরিদর্শন করে তার কাছে রিপোর্ট করে । সেই রিপোর্ট