অন্ধ শিকারী – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Andho Shikari – Masud Rana By Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

অর্থের অভাব নেই জেনারেল মার্চেঙ্কোর। রাষ্ীয় তহবিল থেকে দেশের
স্বার্থে যত খুশি খরচ করার অধিকার রয়েছে তার। তেমনি লোকবল । শুধু
ব্রিটেনেই আছে ছোটয়-বড়য় মিলিয়ে কয়েক হাজার জিআরইউ
রেসিডেন্ট । প্রায় সবাইকেই কাজে লাগিয়েছেন তিনি । আর মেয়েমানুষ?
ওর চেয়ে সস্তা আর কি আছে দুনিয়ায়? এর ফলও তেমনি পেয়েছেন
জেনারেল মার্চেঙ্কো। সম্প্রতি ব্রিটিশ ডিফেন্স মিনিস্ট্রির এক রাঘব
বোয়ালের কাছ থেকে এক হাত ঘুরে ন্যাটোর অনেকগুলো গুরুত্পূর্ণ
ডকুমেন্ট হাতে পড়েছে তার, যা পরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেকটা
সহজ করে দিয়েছে। কাজেই ছুটি নেয়ার গোপন নির্দেশের কারণ যে তার
সেই রিপোর্ট, অনুমান করতে পারেন জেনারেল পিওতর সের্গেইভিচ
মার্চেক্কো ।

ডিসপেনসার থেকে গরম এক কাপ কালো কফি নিয়ে আবার
সীটিংরূমে ফিরে এলেন তিনি। বাসায় এ মুহূর্তে আর কেউ নেই স্ত্রী দুই
ছেলেমেয়েকে নিয়ে বরফ জমা গোর্কি পার্কে স্কেটু করতে গেছেন।
আকাশের মুখ ভার ৷ আধ ঘন্টাখানেক হলো বরফ পড়া বন্ধ হয়েছে। তবে
ভাব দেখে বোঝা যায় আবার শুরু হলো. বলে। আ্যাপার্টমেন্টের সামনের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top