একটু চোখ বুলিয়ে নিন
ফুরিয়ে এল মেসোযোইক আমল, উর্বর মাটিতে ঘন হয়ে গজিয়ে
ওঠা লতাগুল্মে কুটতে শুরু করেছে হরেক রঙের ফুল
সত্তর মিলিয়ন, মানে, সাত কোটি বছর আগের কথা !
এশিয়ামেরিকার উত্তর-প্রান্ত
এখানে শক্ত জমির ওপর ঝাঁপিয়ে পড়ছে উত্তাল মহাসাগর ।
ভোরের মৃদু হাওয়ায় কেটে যাচ্ছে ভারী, ধূসর কুয়াশা ।
সাগরতীরে চরছিল একপাল শানটুংগোসরাস _. হঠাৎ করেই
ওদের মনে হলো, কে যেন তাকিয়ে আছে হিংস্র, লোলুপ দৃষ্টিতে ।
বড় ভয় ওদের, যদিও ওরাই তৎকালীন বিশ্বের সবচেয়ে বিশাল
সরীসৃপ, হ্যাড্রোসর। পদে পদে বিপদ এই অতিকায় প্রাণীদের ।
হাসের ঠোটের মত চণ্চুর প্রান্ত থেকে শুরু করে; লেজ পর্যন্ত
জানোয়ারগুলো লম্বা ঝাড়া চন্লিশ ফুট। ব্যস্ত এখন মস্ত পেট
ভরানোর কাজে । সৈকতে ভেসে আসা বাদামি কেল্ল ও সামুদ্রিক
শৈবালের অভাব নেই, প্রতিটা জোয়ারের সঙ্গে এসে জমছে
ওগুলো ।,
একপাল হরিণের মতই কয়েক সেকেণ্ড পর পর খাওয়া ছেড়ে
মাথা তুলছে হ্যাড্রোসরগুলো, ভীষণ নার্ভাস। কান পেতে শুনছে
চারপাশের আওয়াজ, চট্ করে দেখে নিচ্ছে একটু দূরের গহীন
অরণ্য । ওখানে কাল্চে রঙের প্রাচীন সব প্রকাণ্ড গাছ, নীচে ঘন
ঝোপঝাড়। ওদিকে আবারও কিছু নড়ে উঠলেই বিপদ সম্পর্কে
নিশ্চিত হবে ওরা, দেরি না করে ছুট লাগাবে প্রাণপণে ।