বেঈমান – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Beiman – Masud Rana By Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

কঠিন ‘আযসাইমমেন্ট শেষ করে দেড় মাস পর মধ্যপ্রাচ্য থেকে
দেশে ফিরল মাসুদ রানা । বিশেষ কারণে মনটা খুব বিষণ্ন ।

এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়েছে, সরাসরি নিজের
আ্যাপার্টমেন্টে উঠবে । ওটা গুলশানে ।

বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স উপ সিক্রেট একটা সরকারী
সংস্থা। মূল কাজ বাংলাদেশের বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র ব্যর্থ
করে দেওয়া। সংস্থার পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রা্ত)
রাহাত খান।

মাসুদ রানার কোড নম্বর: এমআরনাইন।

এবারের ত্যাসাইনমেন্টে খুব ধকল পোহাতে হয়েছে রানাকে ।
কোনও এক আরব রাজপরিবারের অত্যন্ত প্রভাবশালী এক সদস্য
নিজে সারাদিন মদ খাচ্ছে, ইহুদি আর ব্রিস্টান তরুণীদের নিয়ে
ফুর্তি করছে, ইউরোপ-আমেরিকার ক্যাসিনোয় গিয়ে দেদার জুয়া
খেলছে-অথচ এই একই লোক তৃতীয় বিশ্বের মুসলিমপ্রধান
দেশগুলোয় ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যয় করছে কোটি
কোটি ডলার। কেন? ইসলামের প্রতি এত প্রেম কেন ওই
অধার্মিক, চরিত্রহীন লোকটির?

এই পরস্পর বিরোধিতার কারণ খুঁজতে গিয়ে রানা জানতে
পারল ওই আরব শেখ আসলে নাচছে ইসলামের ঘোর শক্র একটি
চক্রের হাতের পুতুল হিসাবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top