একজন হিমু কয়েকটি  ঝিঁ ঝিঁ পোকা – হুমায়ূন আহমেদ (Ekjon Himu Koyekti Jhin Jhin Poka by Humayun Ahmed)

আবুল আসাদ রচিত সাইমুম সিরিজ বাংলাদেশের জনপ্রিয় উপন্যাস সিরিজ।  এ জাতীয় অন্যান্য সিরিজের মতো নয়, সাইমুম কেবল তার পাঠককেই শিহরিত করে তা নয় বিভিন্ন তথ্যবহুল এবং শিক্ষামূলক জিনিসও সরবরাহ করে।  লেখক আবুল আসাদ ১৯৭৬ সালে অপারেশন তেলআবিব বইয়ের মাধ্যমে এর সিরিজের যাত্রা শুরু হয়।

Titleএকজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
Authorহুমায়ূন আহমেদ
Publisherপার্ল পাবলিকেশন্স
ISBN9844950337
Edition13th Printed, 2015
Number of Pages104
Countryবাংলাদেশ
Languageবাংলা

সেই মেয়ে ভুরু কুঁচকাবেই। রসিকতা যত নির্মলই হোক, সেই মেয়ে রসিকতায় কলঙ্ক
খুঁজে পাবে এবং মনে মনে বলবে- গোপাল ভীঁড় কোথাকার । সব সময় ফাজলামী।

মেয়েটি বলল, আমি অনেকক্ষণ হল রাস্তা ক্রস করার চেষ্টা করছি, পারছি না।
অন্যদিন ট্রাফিক পুলিশ থাকে । আজ ট্রাফিক পুলিশও নেই। আপনি কি রাস্তা ক্রস
করার ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন ?

আমি ‘দেখি কী করা ঘায়’ বলেই ঝাঁপ দিয়ে দু’হাত উচু করে রাস্তার মাঝখানে
পড়ে গেলাম । সেইসঙ্গে বিকট চিৎকার-_ ট্রাফিক বন্ধ, ট্রাফিক বন্ধ । চাক্কা ঘুরবে না।’

নিমিষের মধ্যে ব্রেক কষে সব গাড়ি থেমে গেল। রিকশাওয়ালারা দাঁড়িয়ে পড়ল।
গাড়ির ভ্রাইভাররা মুখ বের করে আতঙ্কিত ভঙ্গিতে দেখতে চেষ্টা করল কী হচ্ছে। এ
ধরনের পরিস্থিতিতে টোকাইরা খুব মজা পায় ৷ তারাও লাফ দিয়ে রাস্তায় নামল। এবং
আমার মতোই হাত উঁচু করে গাড়ি আটকাতে লাগল। একজন অতি উৎসাহী ছুটে গিয়ে
পর পর দুটা রিকশার ‘পাম’ ছেড়ে দিল। আমি মেয়েটির দিকে তাকিয়ে চোখে ইশারা
করলাম রাস্তা পার হতে । সে রাস্তা পার হল।

ইতিমধ্যে রাস্তায় জট পাকিয়ে গেছে। একটা গাড়ির ভ্রাইভার ভয় পেয়ে গাড়ি
উল্টোদিকে নেবার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি গিটু পাকিয়ে ফেলেছে। এই গিট
আপনা-আপনি খুলবে না। গিটু খুলতে এক্সপার্ট ট্রাফিক সার্জেন্ট লাগবে । মে এসে বেশ
কিছু রিকশাওয়ালাকে মারধোর করবে – তারপর যদি কিছু হয়।

আমি তরুণীকে বললাম, আর কোনো সাহাযা লাগবে ? আমি ধরেই নিয়েছিলাম
মেয়েটি না-সূচক মাথা নাড়বে। সামান্য রাস্তা পার করাতে যে এত ঘন্ত্রণা করে তার
ওপর ভরসা করা ঘায় না।

মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আরেকটু ফাউ সাহায্য করতে পারেন।
আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারেন । একটা লোক আমাকে ফলো করছে । আমার
ভালো লাগছে না।

“কে ফলো করছে ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top