Hejajer Tufun by Enayetullah Altamash - 1

হেজাযের তুফান ১- এনায়েতুল্লাহ আলতামাশ (Hejajer Tufun 1 by Enayetullah Altamash)

একটু চোখ বুলিয়ে নিন

“খুব কম কাজই সহজসাধ্য । তাকে নিরতর সাধনায়
নিরবচ্ছিন- একাএতায় সহজসাধ্য ও অনায়াসলব্ধ করা হয় ।
মত বোকামি করি না। তবে আমরা এমন এক তরবারির
কুচি করি, যা কখনো সাদা চোখে ধরা পড়ে না, পরোক্ষ ও
পদার্র অভ্তরালেই রয়ে যায় ।”
মদীনা থেকে ত্রিশ পয়ত্রিশ মাইল উত্তরপূর্ব প্রান্তে ছিলো শ্যামলময় নিটোল এক
খেজুর উদ্যান। কাছ থেষে হ্রদাকারে টলটলে স্বচ্ছ পানির ঝিল। ঝিলের সবুজাভ প্রান্ত
ধরে খেজুর বৃক্ষের কয়েক ছত্র সারি। মরু সাহারার তৃণশূৃন্য বিজন প্রান্তরের এই তণ্ত
বালিয়াড়ির মধ্যে বৃক্ষময় এই উদ্যানের আচন্বিত শ্যামলতাই স্বর্গতঃ দৃশ্যের অবতারণার
জন্য যথেষ্ট ছিলো । যে বালুকা বেলায় সাক্ষাত সূর্যের গনগনতা নেমে আসে, চার দিকে
চামড়া ঝলসানো ভাপ ছড়িয়ে দেয়, সেখানে এমন আচানক উদ্যানের মোলায়েম দৃশ্য-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top