একটু চোখ বুলিয়ে নিন
হিমু এবং মিসির আলি যুগলবন্দি হলেন কেনঃ
হিমু যে জগতে বাস করে মিসির আলি সে জগতে বাস করেন না।
হিমু কল্পনার সিড়ি ব্যবহার করে , মিসির আলি ব্যবহার করে যুক্তির সিঁড়ি ।
এই দু’জনকে আমি একবারই এক সঙ্গে দেখেছি । তারা আমার বসার ঘরে বসে চা
খাচ্ছে । চা খেতে খেতে তাদের মধ্যে তর্ক বেধে
গেল । হিমু তার চায়ের কাপ ছুড়ে মারল মিসির
আলির দিকে । হতভম্ব মিসির আলি বললেন,
এসব কি হচ্ছেঃ
দু’জনের তর্ক থামাতে গিয়ে আমার ঘুম ভাঙ্গল | ্
কিছুক্ষণ সময় লাগল বুঝতে যে এই দু’জনকে
আমি স্বপ্রে দেখেছি ।
যুগলবন্দি কোনো স্বপ্ন না। এখানে তারা এক
সঙ্গে আছেন। এক মলাটের ভেতর শান্তির
সহঅবস্থানে । তারা সুখে থাকুক । এই শুভ কামনা।
হুমায়ুন আহমেদ
দখিন হাওয়া ।
লেখক সম্পর্কে
জন্ম ১৯৪৮, ১৩ নভেম্বর । ময়মনসিংহ জেলার
কুতুবপুর গ্রামে । “নন্দিত নরকে’-র মাধ্যমে ” ৭২
সালে হুমাঘুন আহমেদ যখন সাহিত্যাঙ্গনে
আত্বপ্রকাশ করলেন- তখনই বোঝা গিয়েছিল
কালস্রোতে এই নবীন লেখক হারিয়ে যাবেন না,
এদেশের সাহিত্যাঙ্গনে হীরের মতোই জ্বলজ্বল
করবেন। হুমায়ুন আহমেদের এই অমিত সম্ভাবনা
তখনই টের পেয়েছিলেন প্রখ্যাত লেখক-সমালোচক
ড. আহমদ শরীফ, তার এক লেখায় তরুণ লেখক
হুমায়ুন আহমেদকে অভিনন্দিত করেছিলেন।
শুধু জনপ্রিয় লেখক নন, নাট্যকার ও চলচ্চিত্রকার
হিসেবেও তিনি সফল । ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রসায়নশান্ত্রের অধ্যাপক হিসেবেও ছাত্রছাত্রীদের
কাছে তিনি ছিলেন জনপ্রিয় । হুমায়ুন আহমেদ যেন
গল্পের সেই পরশ পাথর- যখন যেখানে হাত
দিয়েছেন সোনা ফলেছে। শুধু মধ্যবিত্ত জীবনের
কথকতা সহজ সরল গদ্যে তুলে ধরে পাঠককে
মন্তরমুগ্ধ করে রাখার মধ্যেই তাঁর কৃতিত্ব সীমিত নয়,
বেশকিছু সার্থক সায়েন্স ফিকশনের লেখক তিনি;
জনপ্রিয় চরিত্র মিসির আলি ও হিমুর ত্রষ্টা তিনি- যে
চরিব্র দুটি যথাক্রমে লজিক ও এন্টি লজিক নিয়ে
কাজ করে।
হুমায়ুন আহমেদ নির্মিত আগুনের পরশমণি, শ্রাবণ
মেঘের দিন ও দুই দুয়ারী চলচ্চিত্র তিনটি শুধু
জুধীজনের প্রশংসাই পায়নি, মধ্যবিস্ত দর্শকদেরও
হলমুখী করেছে বহুদিন প্র। বিটিভি ও অসংখ্য
প্যাকেজ নাটকের রচয়িতা ও নিমাতা তিনি।
সফল ।
কথাসাহিত্য-নাটক-চলচ্চিত্রে তাৎপর্যপূর্ণ অবদানের
স্বীকৃতি স্বরূপ পেয়েছেন তিনি বনু পুরষ্কার
উল্লেখযোগ্য পুরষ্কারের মধ্যে রয়েছে একুশে পদক,
বাংলা একাডেমী পুরস্কার, শিশু একাডেমী পুরস্কার,
লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার,
স্বর্ণপদক, অতীশ দীপংকর স্বর্ণপদক, জাতীয়
পারফরমেন্স আযওয়ার্ডস, বাচসাস পুরস্কার ইত্যাদি ।