অন্তর্ধান – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Ontorrdhan – Masud Rana By Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

ঘটনাতেই পনেরো মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি সাধিত
হয়েছে বলে সিটি কাউ্গিল থেকে গতকাল ধাতিবেদন
দেয়া হয়েছিল। এই বিক্ষুক জনতার সঙ্গে পুলিশের বড়
উল্টোটা লক্ষ করা গেছে বাস্তবে । পুলিশি হামলা শুরু
হতে না হতে পড়িমরি করে বিক্ষোভকারীদের পিঠটান
দিতে দেখা গেছে; লড়াই তো দূরের কথা, আত্মরক্ষার
তেমন কোনও চেষ্টাই লক্ষ করা যায়নি তাদের মধ্যে

এ-বিষয়ে পুলিশ চিফ রবার্ট ক্রাইসকে জিজ্ঞেস
করা হলে তিনি তীর প্রতিক্রিয়ায় জানান, “এটা
সত্যিকার কোনও আন্দোলন ছিল না। আন্দোলনের
নামে স্রেফ অরাজকতা ছড়ানোই ছিল ওদের মূল
উদ্দেশ্য, আমাদের প্রিয় সেইন্ট লুই শহরকে কলঙ্কিত
করবার জন্যই নাটক করছিল ওরা । আদর্শ বলতে কিছু
ছিল না ওদের, তাই পুলিশকে রুখে দীড়াতে দেখে
পালিয়ে বেঁচেছে। এ-ধরনের সন্ত্রাসীদের যে-কোনও
মূল্যে প্রতিহত করবার জন্য সেইন্ট লুই পুলিশ
ডিপাটমেন্ট সদান্তৎপর রয়েছে…”

“সন্ত্রাসী! সকৌতুকে বলে উঠল মাঝবয়েসী উচ্চপদস্থ
লোকটা । “ভালই রলেছে! ওদের নাকি আদর্শও ছিল না…
এ-ধারণা ওর মাথায় গজাল কী করে?’

“কী বলতে হবে-_তা ওকে শিখিয়ে দেয়া হয়েছে, গন্তীর
গলায় বললেন পাশে বসা জেনারেল ।

“তবে পুলিশ চিফের ধারণাও নেই, আসলে কী ঘটেছে,”
বশপ ততীয় জন, পেশায় সে একজন মিলিটারি আ্যানালিস্ট ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top