আবুল আসাদ রচিত সাইমুম সিরিজ বাংলাদেশের জনপ্রিয় উপন্যাস সিরিজ। এ জাতীয় অন্যান্য সিরিজের মতো নয়, সাইমুম কেবল তার পাঠককেই শিহরিত করে তা নয় বিভিন্ন তথ্যবহুল এবং শিক্ষামূলক জিনিসও সরবরাহ করে। লেখক আবুল আসাদ ১৯৭৬ সালে অপারেশন তেলআবিব বইয়ের মাধ্যমে এর সিরিজের যাত্রা শুরু হয়।
Title | সাইমুম সিরিজ ২ : অপারেশন তেলআবিব ২ |
Author | আবুল আসাদ |
Publisher | বাংলা সাহিত্য পরিষদ |
ISBN | 984702740090 |
Edition | 9th Edition, 2014 |
Number of Pages | 128 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
মাত্র ন”মিনিট। লোকটি ফিরে এল । লিফট-রুম থেকে বেরিয়ে কাউন্টারে
এসে সেরিসেশনিস্টকে তার ঘরের চাবি দিয়ে দিল। জাবের দেখল, ৩০১ চিহ্নিত
প্লাকে চাবিটি আটকিয়ে রাখল রিসেপশনিস্ট । ৩০১ সংখ্যাটি জাবের কয়েকবার
উচ্চারণ করল মনে মনে।
হোটেলের দরজায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াল লোকটি। একবার সময়
দেখলো । তারপর বেরিয়ে গেল হোটেল থেকে।
করা ট্যাক্সি ছেড়ে দিয়েছে গাড়ীর রিয়ার লাইটে গাড়ীর নম্বর স্পষ্ট হয়ে উঠল।
সাইমুম কর্মী তৌফিকের গাড়ী ওটা । ঘটনার অভাবনীয় আনুকুল্যের জন্য জাবের
আল্লাহকে অশেষ শুকরিয়া জ্ঞাপন করল।
নাসের এভিনিউ ধরে গাড়ী এগিয়ে চলেছে। সন্ধ্যার রাজপথ প্রচন্ড
ভীড় গাড়ীর। নাসের এভিনিউ পার হয়ে গাড়ী ফারুক এভিনিউতে পড়ল। জাবের
সাইমুমের সাউন্ড-কোর্ড-এ তৌফিকের উদ্দেশ্যে সংকেত পাঠালো। কয়েক
সেকেন্ড পর সামনের গাড়ী থেকে পরিচিত সংকেত এল গাড়ীর হর্ণ থেকে।
গাড়ী আতাবা-আল-খাদরায় প্রবেশ করল। কায়রো শহরের পুরাতন আর
নতুন অংশের এটা সংগমন্তথবল। এখান থেকে ডজন খানেকেরও বেশী বড় ও ছোট
রাস্তা শহরের বিভিন্ন দিকে চলে গেছে। আতাবা আল খাদরা থেকে তৌফিকের
গাড়ী ইবনুল আরাবী রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চলল । নীল নদের তীর ঘেষে
গওহর রোড। ইবনুল আরাবী রোড এই গওহর রোডে গিয়ে মিশেছে । তৌফিকের
গাড়ী এসে গওহর রোডের উপর নীল নদের তীর ঘেঁষে নির্মিত গওহর মসজিদের
পাশে দাঁড়াল। ফাতেমী বংশের খলিফা আল-মুইজের সেনাপতি গওহর এই
মসজিদের নির্মাতা। তিনি কায়রো শহরেরও প্রতিষ্ঠাতা। শহরটি প্রতিষ্ঠিত হয়
৯৬৯ শবষ্টাব্দে।
লোকটি গাড়ী থেকে নেমে তৌফিককে তার ভাড়া মিটিয়ে দিল। পকেট
থেকে টাকা বের করার সময় এক টুকরো কাগজ লোকটির পকেট থেকে পড়ে
গেল। তৌফিককে একটি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মুখ তোলায় সে এটা লক্ষ্য
করতে পারলো না।