রক্তাক্ত পামির – আবুল আসাদ (Roktakto Pamir By Abul Asad)


আবুল আসাদ রচিত সাইমুম সিরিজ বাংলাদেশের জনপ্রিয় উপন্যাস সিরিজ।  এ জাতীয় অন্যান্য সিরিজের মতো নয়, সাইমুম কেবল তার পাঠককেই শিহরিত করে তা নয় বিভিন্ন তথ্যবহুল এবং শিক্ষামূলক জিনিসও সরবরাহ করে।  লেখক আবুল আসাদ ১৯৭৬ সালে অপারেশন তেলআবিব বইয়ের মাধ্যমে এর সিরিজের যাত্রা শুরু হয়।

Titleসাইমুম সিরিজ ৫ : রক্তাক্ত পামির
Authorআবুল আসাদ
Publisherবাংলা সাহিত্য পরিষদ
ISBN9847027400711
Edition6th Published, 2011
Number of Pages125
Countryবাংলাদেশ
Languageবাংলা

‘ফ্র’ -এর গাড়ী আর ৫ শ’ গজ দূরেও নয়। গাড়ীটা রাস্তার ডান পাশটা ঘেষে
দাঁড়িয়ে আছে। বাম পাশ দিয়ে সহজেই গাড়ী চালিয়ে চলে যাওয়া যায়। আহমদ
মুসা কৃতাইবাকে নির্দেশ দিল হর্ণ বাজাবারও কোন প্রয়োজন নেই, এগিয়ে যাও
বাম পাশ দিয়ে। ওরা চ্যালেঞ্জ না করলে আমরা দীড়াবো না। আর ওরা গাড়ী
থেকে নামলেই শুধু আমরা ফায়ার করব।

আর মাত্র গজ পঞ্চাশেক। কয়েক সেকেন্ডের মধ্যেই ‘ফ্র’ এর গাড়ীর
পাশাপাশি পৌছা যাবে। আহমদ মুসার নির্দেশ মোতাবেক রাস্তার বাম ঘেষে তীর
গতিতে এগিয়ে যাচ্ছে গাড়ী।

হঠাৎ মাইক্রোফোনে পরিস্কার রুশ ভাষায় একটা নির্দেশ ভেসে এল। বলা
হলো গাড়ী দাঁড় করাবার জন্য । আহমদ মুসা কৃতাইবাকে বলল, ওদের গাড়ীর
মুখের সমান্তরালে আমাদের গাড়ীর মুখ নিয়ে যাও, যাতে আমরা ওদের নজরে
পড়ার আগে ওরা গাড়ী থেকে নামলেই আমাদের সরাসরি নজরে এসে যায়।

কুতাইবা গাড়ীকে ঠিক সেইভাবে দাঁড় করাল। দুই গাড়ীর মাঝখানে রইল
কয়েকগজ ফাঁকা জায়গা ।

আহমদ মুসা চকিতে একবার চাব্রিদিকটা দেখে নিল । স্টিয়ারিং হইলে রাখা
কুতাইবার হাতের বাম পাশেই গাড়ীর তাকে রাখা এম-১০ রিভলবার। চকিতে
পিছন ফিরে দেখল সালামভের হাতেও আরেকটি এম-১০ রিভলবার তৈরী হয়ে
আছে। আহমদ মুসা বলল, আমি বাম পাশ ও সামনেটা দেখব, তোমরা ডানদিক।
বলেই আহমদ মুসা ‘ফ্র’–এর কাছ থেকে কুড়িয়ে পাওয়া সাব-মেশিনগানটা নিয়ে
মাথা নিচু করে টুপ করে বাম পাশে নেমে পড়ল।

কুতাইবার গাড়ী দীঁড়াবার সাথে সাথেই ‘ফ্র’ -এর ছ’জন লোক তাদের
গাড়ী থেকে লাফিয়ে পড়ল। সবার হাতেই উদ্যত সাব মেশিনগান। দু’জন
সামনেটা ঘুরে বাম পাশে ছুটে এল এবং চারজ্রন ডান পাশের দরজার দিকে ।

বোধহয় ওদের টার্গেট ছিল গাড়ীটা ঘিরে ফেলা এবং তার পর যা করবার
তাই করা। এ জন্যই সাব-মেশিনগানের ট্রিগারে ওদের আঙ্গুল আছে ঠিকই, কিন্তু
মনোযোগটা দেখা গেল অনুসন্ধানের দিকে। তাই কুতাইবার এম-১০ রিভলবার
বিদ্যুৎ গতিতে বেরিয়ে এসে যখন আগ্মি বৃষ্টি করল, তখন তাদের সাব-মেশিনগান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top