The Adventure Of Sherlock Holmes by Arthur Conan Doyle

শার্লক হোমসের অভিযান – আর্থার কোনান ডয়েল (The Adventure Of Sherlock Holmes by Sir Arthur Conan Doyele)

একটু চোখ বুলিয়ে নিন

লাল-ট্ুলো সংঘ
[ দ্য রেড হেডেড লিগ ]
শরৎকালে। লাল-চুলো মোটাসোটা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল হোমস। শুধু লালই নয়। আগুনের মতোই জ্বলজ্বলে চুলের বাহার দেখবার মতো । হঠাৎ ঢুকে পড়ার জন্যে ক্ষমা চেয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, হোমস আমাকে টেনে নিয়ে গেল ভেতরে। বললাম, “পাশের ঘরে বসি? ‘না।_ মি. উইলসন, ডক্টর ওয়াটসন আমার সহযোগী । একে দিয়ে আপনারও কাজ হবে ।” ভদ্রলোকের চর্বি-ঘেরা কুতকুতে চোখে কৌতুহলের রোশনাই দেখা গেল। হোমস বসল । বলল, “আমার কাজকারবারে তোমার উৎসাহ কম নয়। আমাকে নিয়ে অনেক কাহিনিও লিখেছ_ যদিও তা অতিরঞ্জন-দুষ্ট এর আগেও তোমাকে বলেছি, কল্পনা দিয়ে রাঙানো ঘটনা কখনোই বাস্তব ঘটনার মতো চাঞ্চল্যকর হতে পারে না।” তাতে আমার সন্দেহ আছে।? “তাহলে আরও উদাহরণ হাজির করা যাক। মি. জাবেজ উইলসন একটা অসাধারণ কেস এনেছেন আজ । এর আগেও তোমাকে বলেছি, খুব অদ্ভুত আর অসাধারণ ঘটনার পেছনে বড়ো অপরাধ নাও থাকতে পারে_

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top