একটু চোখ বুলিয়ে নিন
এক ॥
ভোরে ওঠার ব্যাপার
বেশ হাশিখুশি জিমি থেসিজার। আজও বেশ দেরি হয়ে গেছিল বলে
ও ছুটো করে সিঁড়ি ডিত্তিয়ে নেমে আসার মুখে প্রায় ধাক্কা ঘেরে বসেছিল
ট্রেওয়েলকে। কিন্তু ট্রেডওয়েল পাকা বাটলার । গরষ কফি ভন্তি ট্রে
অস্ুত কায়দায় ঠিক সামলে নিতে কোন হুর্ঘটন1 ঘটল না।
ওহ দুঃখিত,” মাপ চাইল জিমি | “আমিই সবার শেষ লাকি, ট্রেডগয়েল?
“না, স্যার। মিঃ ওয়েড এখনও নামেন নি।+ .
“ভালই হল” জিমি কথাটা বলে প্রাতরাশ খেতে ঘরে ঢুকল।
ঘরে মাচুষ বলতে শুধু গৃহকত্রীহি ছিলেন যার দৃষ্টিতে অনুযোগের নীরব
ছায়! দেখে জিমির মনে হল যেন নেতিয়ে পড়া একটা কড মাছ। ওভাবে
তাকানোর মানেটা কি? গ্রামের বাড়িতে সময় কাটাতে এসে কাটায়
কশটায় সাড়ে নটায় নিচে নামার কোন মানে হয়? আজ না হয় সওয়া
এগারোটাই বেজে গেছে, তা বলে
আজ বড্ড দেরি করে ফেললাম বোধ হয়, লেডি কুট, তাই না?’
“মা, না, তাতে কি, বিষাদভরা গল।য় বললেন লেডি কুট ।
আসলে দেরি করে কেউ প্রাতর[শ খেতে এলে বিরক্ত হন লেডি কুট ।
বিয়ের প্রথম দশ বছর স্যর অসওয়াল্ড কুট (তখন হিঃ কুট ) প্রাতরাশ
আটটার আধ মিনিট দেরি হলে “উচিয়ে তুলকান্ধাম বাধাতেন। তখন ।
থেকেই লেডি কুট নিয়মানুবত্তিতার ব্যাপারটা না যেদে চলা মারাত্মক |
অপরাধ বলেই মনে করে আসছেন। তবে দিনকাল বদলেছে। এখনকার
ছেলেমেয়েরা দেরি করে ঘুম থেকে উঠে জীবনে কিই না করতে পারে ভেবে
আশ্চর্য হন লেডি কুট। স্যর অসওয়াল্ড প্রায়ই সকলকে বঙ্গেনঃ “আমার
এই উদ্নতি কেন জান? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর নিয়ম মেনে চল 1”
বেশ ভারিকি চেহারার মহিলা লেডি কু৯, ষেন বিষাদ প্রতিমা । বেশ
ডাগর চোখ আর ভারি কণ্ঠস্বর । সন্তাঁনের ভস্ দিশেহারা র্যাচেশর ছবি
আকার দরকার হলে লেডি কুট হবেন একেবারে আদর্শ মডেল। জীবনে
টানাপোড়েনের যুখোমুখি হননি তিনি, কেবল স্যর অসওয়ান্ডের ধারাবাহিক
উঁচুতে ওঠাটুকু ছাড়া । অল্প বয়সে বেশ সুন্দরী আর স্বাস্থ্যবতী ছিলেন
লেখক সম্পর্কে
বিখ্যাত ব্রিটিশ উপন্যাসিক ড্যাম আগাথা মেরি ক্লারিসা
ত্রিস্টি “আগাথা ক্রিস্টি” নামেই সর্বাধিক পরিচিত।
মেরি ওয়েস্টম্যাক্ট ছন্দনামেও লিখেছেন তিনি ।
আগাথা ক্রিস্টির জন্ম ১৫ সেপ্টেম্বর ১৮৯০ খ্রিস্টাব্দে।
রহস্য উপন্যাসের অন্যতম গুরুতৃপূর্ণ ও উদ্ভাবনী
লেখকদের একজন হিসেবে গণ্য করা হয় তাকে । স্যার
আর্থার কোনান ডয়েলের পরেই তার অবস্থান। “দ্য
কুইন অফ ক্রাইম” নামেও তিনি পরিচিত ।
সর্বমোট ৬৬টি রহস্য উপন্যাস লিখেছেন তিনি। এর
পাশাপাশি লিখেছেন ১৪টির মতো ছোটোগল্ল ও
রোম্যান্টিক গল্প । তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো-
মার্ডার অন দ্য ওরিয়েন্টাল এক্সপ্রেস, মার্ডার ইন
মেসোপটেমিয়া, হিকোরি ডিকোরি ডক, দ্য এবিসি
মার্ডার, আ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান প্রভৃতি ।
এরকুল পোয়ারো এবং মিস মার্পল তার সৃষ্ট বিখ্যাত
দুটো চরিত্র।
ক্রিস্টির অনেকগুলো রহস্য কাহিনি থেকে নির্মিত হয়েছে
চলচ্চিত্র। গিনেস বুক অফ ওয়ার্ড রেকর্ডস এর
তথ্যানুসারে আগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক
বিক্রীত বইয়ের লেখক। তার সমকক্ষে একমাত্র
উইলিয়াম শেকসপিয়ারই অবস্থান করছেন । ইউনেস্কোর
বিবৃতি অনুসারে তিনিই একমাত্র লেখক যার রচনা
সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুদিত হয়েছে। এ পর্যন্ত
সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে তার বই।
১৯৭৬ খ্রিস্টানদের ১২ জানুয়ারি ইংল্যান্ডের
অক্সফোর্ডশায়ারের উইন্টার্ককে ৮৬ বছর বয়সে
মৃত্যুবরণ করেন। পরে তাঁকে সমাহিত করা হয়
অক্সফোর্ডশায়ারের সেন্ট মেরি চার্চে ।