একটু চোখ বুলিয়ে নিন
বাগদাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ যাবৎ সবচেয়ে গুরুত্পূর্ণ
আন্তর্জাতিক সম্মেলন । বিশ্বের দুই পরাশক্তি এদিন আলোচনায় বসবে
পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্যে । কিন্তু একটি সংগঠন
চাইছে না কোনভাবেই সফল হোক সেই সম্মেলন…কেন?
আর এরকম অবস্থায় বাগদাদে হাজির হয় ভিক্টোরিয়া জোনস।
অবশ্য ভিন্ন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন তার হোটেল রুমে
মৃত্যু হয় এক গুপ্তচরের। আর এই গুপ্তচরের কাছেই ছিল সম্মেলন
সফল করবার চাবিকাঠি । মৃত্যুশয্যায় তিনটি শব্দ বলে যায় সে-
ভিক্টোরিয়া কি পারবে এই আপাত সম্পর্কহীন শব্দগুলোর অর্থপূর্ণ কিছু
বের করতে? কি ভবিষ্যৎ অপেক্ষা করছে পৃথিবীর জন্যে? রহস্যের
রাণী আগাথা ক্রিস্টির এবারের নিবেদন একটু অন্যরকম… যেখানে
রহস্যের ইন্দ্রজালে মোড়া পুরো পৃথিবীর ভবিষ্যৎ ।
লেখক সম্পর্কে
বিখ্যাত ব্রিটিশ উপন্যাসিক ড্যাম আগাথা মেরি ক্লারিসা
ত্রিস্টি “আগাথা ক্রিস্টি” নামেই সর্বাধিক পরিচিত।
মেরি ওয়েস্টম্যাক্ট ছন্দনামেও লিখেছেন তিনি ।
আগাথা ক্রিস্টির জন্ম ১৫ সেপ্টেম্বর ১৮৯০ খ্রিস্টাব্দে।
রহস্য উপন্যাসের অন্যতম গুরুতৃপূর্ণ ও উদ্ভাবনী
লেখকদের একজন হিসেবে গণ্য করা হয় তাকে । স্যার
আর্থার কোনান ডয়েলের পরেই তার অবস্থান। “দ্য
কুইন অফ ক্রাইম” নামেও তিনি পরিচিত ।
সর্বমোট ৬৬টি রহস্য উপন্যাস লিখেছেন তিনি। এর
পাশাপাশি লিখেছেন ১৪টির মতো ছোটোগল্ল ও
রোম্যান্টিক গল্প । তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো-
মার্ডার অন দ্য ওরিয়েন্টাল এক্সপ্রেস, মার্ডার ইন
মেসোপটেমিয়া, হিকোরি ডিকোরি ডক, দ্য এবিসি
মার্ডার, আ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান প্রভৃতি ।
এরকুল পোয়ারো এবং মিস মার্পল তার সৃষ্ট বিখ্যাত
দুটো চরিত্র।
ক্রিস্টির অনেকগুলো রহস্য কাহিনি থেকে নির্মিত হয়েছে
চলচ্চিত্র। গিনেস বুক অফ ওয়ার্ড রেকর্ডস এর
তথ্যানুসারে আগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক
বিক্রীত বইয়ের লেখক। তার সমকক্ষে একমাত্র
উইলিয়াম শেকসপিয়ারই অবস্থান করছেন । ইউনেস্কোর
বিবৃতি অনুসারে তিনিই একমাত্র লেখক যার রচনা
সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুদিত হয়েছে। এ পর্যন্ত
সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে তার বই।
১৯৭৬ খ্রিস্টানদের ১২ জানুয়ারি ইংল্যান্ডের
অক্সফোর্ডশায়ারের উইন্টার্ককে ৮৬ বছর বয়সে
মৃত্যুবরণ করেন। পরে তাঁকে সমাহিত করা হয়
অক্সফোর্ডশায়ারের সেন্ট মেরি চার্চে ।